Tuesday , July 16 2019

তেল-চক পাউডারের ‘খাঁটি দুধ’ যেত মিল্ক ভিটায়!

নিম্নমানের সয়াবিন তেল, দুধ তৈরির চক পাউডার এবং সোডা ও কেমিক্যাল মিশিয়ে তৈরি হতো ‘খাটি দুধ’। আর সেই দুধ যেত মিল্ক ভিটার বিভিন্ন দুগ্ধ ব্যবস্থাপনা সমিতির কাছে।

পাবনার ভাঙ্গুড়ার সঞ্জয় ঘোষের ‘খাঁটি দুধে’র কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিষয়টি জানা গেছে।

সঞ্জয় ঘোষ জানিয়েছেন, তার এই ‘খাঁটি দুধ’ দীর্ঘদিন ধরে মিল্ক ভিটার বিভিন্ন দুগ্ধ ব্যবস্থাপনা সমিতির কাছে সরবরাহ করে আসছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, নকল দুধ তৈরির অপ*রাধে সঞ্জয় ঘোষকে (৩৫) এক বছরের কা*রাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার রাতে ভাঙ্গুড়া উপজেলার ছোট বিশাকোল গ্রাম থেকে নকল দুধ তৈরির সরঞ্জামসহ তাকে আ*টক করে পুলিশ। সঞ্জয় ঘোষ পার্শ্ববর্তী বেড়া উপজেলার মালদহপাড়া গ্রামের বৃন্দাবন ঘোষের ছেলে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হালিমা খানম গণমাধ্যমকে বলেন, কেমিক্যাল মিশ্রিত এসব ভেজাল দুধ মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। পেটের পীড়া ও ডায়রিয়ার পাশাপাশি এ দুধ খেলে কিডনি ও লিভার বিকল হওয়ার আশঙ্কা রয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ আশরাফুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন থানার ওসি মাসুদ রানা, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নুরুল ইসলাম ও এএসআই সাজেদুল রহমান সাজু প্রমুখ।