Tuesday , July 16 2019

বিনা খরচে ফিনল্যান্ড ঘুরতে আবেদন করবেন যেভাবে

বিশ্বের সকল দেশের পর্যটকদের দারুণ এক সুযোগ দিচ্ছে ফিনল্যান্ড। দেশটির জাতীয় পর্যটন বোর্ড ‘ভিজিট ফিনল্যান্ড’ এর খরচে তিন দিন বেড়ানোর সুযোগ। চাইলে বাংলাদেশিরাও লুফে নিতে পারেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘আই উইশ আই ওয়াজ ইন ফিনল্যান্ড’ পেজে চালু হয়েছে ‘রেন্ট অ্যা ফিন’ শীর্ষক উদ্যোগ।

এর লক্ষ্য দেশটির বাসিন্দাদের ঘরে গ্রীষ্মকালে তিন দিন বেড়ানোর জন্য বিশ্বের বিভিন্ন প্রান্তের পর্যটকদের একত্র করা। এই সুযোগ লুফে নিতে অনলাইনে আবেদন করতে হবে (আবেদন করতে এখানে ক্লিক করুন)।

তবে আবেদনের আগে একটি স্বল্পদৈর্ঘ্য মৌলিক ভিডিও নির্মাণ করতে হবে। ভিডিওটিতে নিজের সম্পর্কে বর্ণনা, প্রকৃতির সঙ্গে নিজের সংযোগের বিষয়ে টুকটাক কথা ও ফিনল্যান্ড ভ্রমণের অভিজ্ঞতা কেন নিতে চান তা জানাতে হবে।

ভিজিট ফিনল্যান্ডের জনসংযোগ ও মিডিয়া ম্যানেজার জুনাস হালা বলেন, এটি ফিনল্যান্ডকে চেনার জন্য বিরটা একটি সুযোগ। যে কেউ এই প্রতিযোগীতায় অংশ নিতে পারবে। তবে এর জন্য অবশ্যই ১৪ এপ্রিলের মধ্যে আবেদন করতে হবে।

ফিনল্যান্ডের প্রতিনিধি হিসেবে সারাদেশ থেকে আটটি পরিবারকে পর্যটকদের আতিথেয়তা দেয়ার জন্য নির্বাচন করা হয়েছে।