Tuesday , July 16 2019

মিন্নির গোপন তথ্য ফাঁস করেলেন নয়ন বন্ডের মা

সম্প্রতি রিফাত শরীফ হ**ত্যাকা**ণ্ডে তার স্ত্রী মিন্নির সংশ্লিষ্টতার ব্যাপারে জানিয়েছেন নয়নের মা শাহিদা বেগম। নয়ন বন্ডের মায়ের বর্ণনা বলছে, মিন্নি কোনো ভাবেই দোষ এড়াতে পারেন না। নয়ন বন্ড হ**ত্যার মতো ঘটনা ঘটিয়েছে মিন্নির পরোক্ষ মদদেই।

রিফাতের স্ত্রী হলেও মিন্নি অধিকাংশ সময় নয়নকেই দিয়েছে, সেটা সশরীরে সাক্ষাতে কিংবা মুঠোফোনে।

এ ব্যাপারে নয়নের মা বলেন, ‘হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বুধবার (২৬ জুন)। কিন্তু আগের দিন মঙ্গলবারও মিন্নি আমাদের বাড়িতে এসেছিল। সে আমার ছেলে নয়নের সঙ্গে দেখা করেছে। ছেলে তো মারাই গেল, এখন আর মিথ্যা কথা বলে কী লাভ?

মিন্নি যে ঘটনার আগের দিনও আমাদের বাড়িতে এসেছিল সেটি আমাদের প্রতিবেশীরাও দেখেছে। আমার ছেলের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল।’

এ সময় শাহিদা বেগম আরও বলেন, ‘শুধু হ**ত্যার আগের দিনই আসেনি, রিফাতের সঙ্গে বিয়ের পরেও মিন্নি নিয়মিত আমাদের বাড়ি আসত।

আমার মনে হয়েছে সে নয়নকে না দেখে থাকতেই পারত না। আমি এ ব্যাপারে মিন্নিকেও কয়েকবার বলেছি, সে কেন এমন করে, কেন আমার ছেলের সঙ্গে বাড়িতে এসে নিয়মিত দেখা করে?’

‘রিফাত শরীফ মোটরসাইকেলে করে মিন্নিকে নিয়মিত কলেজে নামিয়ে চলে যেত। কিন্তু মিন্নি কলেজ থেকে সোজা চলে আসত আমাদের বাড়িতে, দেখা করত নয়নের সঙ্গে। তারা দুজন একসঙ্গে সারাক্ষণ থাকত, কথা বলত। মিন্নি নিয়মিত কখনো কলেজে ক্লাস করত বলে আমার মনে হয় না। কলেজের ক্লাস শেষ হওয়ার আগ মুহূর্তে সে আমার বাড়ি থেকে আবার কলেজে চলে যেত। তখন রিফাত শরীফ তাকে বাড়ি নিয়ে যেত, কিন্তু এসবের কিছুই জানত না রিফাত।’

এদিকে নয়নের মায়ের দাবি, এ হত্যার ঘটনার সঙ্গে মিন্নি জড়িত। তিনি বলেন, ‘আমি পরে জানতে পেরেছি মিন্নির সঙ্গে রিফাতের বিয়ে হয়েছে। তখন মিন্নিকে আমার বাড়িতে আসতে মানা করেছি। আমার ছেলেকেও তার সঙ্গে দেখা করতে নিষেধ করেছি।

কিন্তু কেউই আমার নিষেধ মানেনি। তারা নিয়মিতই যোগাযোগ রেখেছে। নয়ন কখনই আমার কথা শুনত না। আমার ছেলে তার মন মতো চলত। ছেলে আমার কথা শুনলে এমন নির্মম ঘটনা ঘটত না।’