মাঝআকাশে বিমানসেবিকার সঙ্গে যাত্রীর আজব কাণ্ড। যাত্রীর আবদার শুনে হতবাক বিমানসেবিকা। মনে মনে ভাবছেন, এমন আবদারও করা সম্ভব?






আর সেই ভিডিওই ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। ভাবছেন তো, কী এমন আবদার করলেন ইন্ডিগো বিমানের যাত্রী?
সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওটি ছড়িয়ে পড়েছে, তাতে দেখা যাচ্ছে এক যাত্রীর হাতে গুটখা। বিমানসেবিকাকে ডাকেন তিনি। সেবিকা জানতে চান কীভাবে তাকে সাহায্য করতে পারেন।






তখনই ওই যুবক বলেন, দ্রুত বিমানের জানলা খুলে দিতে। তিনি গুটখার পিক ফেলবেন। যা শুনে হাসি আর ধরে রাখতে পারেননি বিমানসেবিকা।






এমন আবদার করে হেসে ফেলেন ওই যুবকও। অনেকেই মনে করছেন, নিছক মজা করতেই ওই যাত্রী এ কথা বলে ভিডিও তৈরি করেছেন। নেটিজেনদের একাংশের মতে, রিলসের জমানায় এখন কী-ই না হয়।
আবার কেউ কেউ বলছেন, যে বন্ধুরা গুটখা পছন্দ করে, তাদের এই ভিডিওতে ট্যাগ করুন।





