ভক্তদের সুখবর দিলেন মীর সাব্বির

ভিন্ন ধরনের গল্প নিয়ে এবার ছোটপর্দায় জুটি হয়ে আসছেন অভিনেতা মীর সাব্বির ও অভিনেত্রী দীপা খন্দকার। এক ঘণ্টার একটি প্যাকেজ নাটকে দেখা যাবে তাদের। নাটকের নাম ‘আলাদিন’। অভিনয়ের পাশাপাশি এটি পরিচালনাও করছেন মীর সাব্বির।

ইতোমধ্যেই নাটকের শুটিং শেষ হয়েছে। চলছে ডাবিংয়ের কাজ। কবে নাগাদ নাটকটি মুক্তি দেওয়া হবে, সে বিষয়ে এখনই কিছু বলতে পারছেন না নির্মাতা-অভিনেতা সাব্বির। তবে জানালেন, নাটকে নাম ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে তাকে।

‘আলাদিন’নিয়ে অভিনেতা সাব্বির বলেন, ‘এটি একটি ভিন্ন ধাঁচের গল্প, যেটি লিখেছেন আমিরুল ইসলাম অরুণ। নাটকের শুটিং আমরা শেষ করেছি। কমেডি ধাঁচের এই নাটকে দর্শকের জন্য কিছু মেসেজ থাকবে।’

নাটকের গল্প নিয়ে সাব্বির আরও বলেন, আমাদের সঙ্গে ‘আলদিন’- এর পরিচয় দীর্ঘদিনের। আরব্য রজনীর রূপকথার জনপ্রিয় চরিত্র এটি। তবে আমার এই গল্পে এ যুগের স্মার্ট আলাদিনকে উপস্থাপন করা হয়েছে। যেখানে আমি ‘আলাদিন’ চরিত্রে আর দীপা একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করব। তিন শিশুশিল্পীকে দেখা যাবে নাটকটিতে, যাদের অভিনয় সবার মন ভরাবে বলে মনে করি আমি।