এবারও সংসদ সদস্য হতে ব্যর্থ হলেন দেশজুড়ে আলোচিত-সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম।






জাতীয় সংসদের সদস্য হতে বিএনপি এমপিদের পদত্যাগে শূন্য হওয়া বগুড়া- ৪ ও ৬ আসনের উপনির্বাচনে দুইটিতে প্রার্থী হয়েছেন আলোচিত হিরো আলম। বুধবার (১ ফেব্রুয়ারি) এ দুই আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এতে হিরো আলম দুই আসনেই পরাজিত হয়।






প্রাথমিক ফলাফলে বগুড়া-৪ আসনে মশাল প্রতীকে ২০ হাজার ৪০৫ ভোট পেয়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) নেতা রেজাউল করিম তানসেন বেসরকারিভাবে জয়ী হয়েছেন। এ আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী একতারা প্রতীকের প্রার্থী হিরো আলম ১৯ হাজার ৫৭১ ভোট পেয়ে হেরেছেন।






প্রথমদিকে ৬৩ কেন্দ্রের ফলে হিরো আলম প্রায় দুই হাজারের বেশি ভোটে এগিয়ে থাকলে ১১২ কেন্দ্রে ভোট গণনায় ৮৩৪ ভোটে পরাজিত হন এই স্বতন্ত্র প্রার্থী।






এদিকে, বগুড়া-৬ আসনে নৌকার প্রার্থী রাগেবুল আহসান রিপু জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন স্বতন্ত্র প্রার্থী আব্দুল মান্নান। এ আসনেও হেরেছেন আলোচিত প্রার্থী হিরো আলম।






উল্লেখ্য, এর আগে ২০১৮ সালে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে (সিংহ মার্কা) নিয়ে নির্বাচন করেছেন হিরো আলম। সেবার হিরো আলম পেয়েছেন ৬৩৮ ভোট।






এর আগে ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নিবার্চনে বগুড়া-৪ আসনে নির্বাচন করে হেরে যান হিরো আলম।





