ভালো নেই সংগীতশিল্পী তাহসান খান। কেননা বেশ কিছুদিন হলো তার বাবা সানাউর রহমান খান গুরুতর অসুস্থ। রাজধানীর একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন তিনি। বাবার এ অসুস্থতার খবর সংবাদমাধ্যমকে তাহসান নিজেই জানিয়েছেন।






তিনি বলেন, ‘বাবা বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। আইসিইউতে থাকা মানুষ কতটা ভালো থাকতে পারে বলেন। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন।’






গান এবং অভিনয় নিয়ে সমানতালে ব্যস্ত থাকেন তাহসান। ৫ ডিসেম্বর প্রকাশ পেয়েছে তার সবশেষ গান ‘বিয়োগান্তক’। সেসময় রক ঘরানার এই গানটির একটি সাদা-কালো মিউজিক ভিডিও প্রকাশ করেছিলেন তিনি।






অন্যদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে তাহসান অভিনীত ‘নো ল্যান্ডস ম্যান’ সিনেমাটি। এটি নির্মাণ করেছেন মোস্তফা সরয়ার ফারুকী। এ ছবিতে তিনি পর্দা ভাগ করেছেন নওয়াজুদ্দিন সিদ্দিকী, তাহসান, ঈশা চোপড়া, বিক্রম কোচার, কিরণ খোজের মতো নামকরা অভিনেতাদের সঙ্গে। এরইমধ্যে চলচ্চিত্রটি বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হয়েছে।





