কেন নেইমারকে ছাড়াই মাঠে নামছে পিএসজি?

ফ্রেঞ্চ লিগ ওয়ানের ম্যাচে রাতে মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি। আজকের ম্যাচে তাদের প্রতিপক্ষ মঁপেলিয়ের। বাংলাদেশ সময় রাত ২টায় মঁপেলিয়ের মাঠে শুরু হবে ম্যাচটি।

ম্যাচটির জন্য স্কোয়াড ঘোষণা করেছে পিএসজি। স্কোয়াডে লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, সার্জিও রামোসরা থাকলেও নেই ব্রাজিলীয় তারকা নেইমার। তার পেশিতে কিছু সমস্যা দেখা গিয়েছে বলে জানিয়েছে ক্লাবটি। আগামী কয়েকদিন চিকিৎসকের অধীনেই থাকতে হবে নেইমারকে।

সংবাদ সম্মেলনে পিএসজি কোচ ক্রিস্টাফ গালতিয়ের বলেন, ‘আমাদের তিনজন প্রতিভাবান আক্রমণাত্মক ফুটবলার আছে। তাদের কাউকে ছাড়া খেলতে হলে দলের সমন্বয়ে সমস্যা তৈরি হয়। আগে তারা একসঙ্গে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়েছে। যদিও রেঁসের বিপক্ষে তাদের পারফরম্যান্স সন্তোষজনক ছিল না।’

লিগে নিজেদের আধিপত্য ধরে রেখেছে ক্রিস্টাফ গালতিয়েরের দল। ২০ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে শীর্ষে তারা। অন্যদিকে, ২০ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে মঁপেলিয়ের।