চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-ভোলাহাট-গোমস্তাপুর) সংসদীয় শূন্য আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি জিয়াউর রহমান বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন।






নৌকার মনোনিত প্রার্থী জিয়াউর রহমান ৯৪ হাজার ৯২৮ ভোট পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলী সরকার (আপেল) ২৫ হাজার ৩৯৯ ভোট পেয়েছেন।






বুধবার সকাল সাড়ে ৮টা থেকে ইলেকট্রনিক্স ভোটিং মেশিনে (ইভিএমএ) ভোটগ্রহণ চলে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।






এদিকে ভোটের আগে দলের হয়ে নৌকার পক্ষে কাজ করছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। এজন্য বর্তমানে চাঁপাইনবাবগঞ্জ অবস্থান করছেন তিনি।






বুধবার (১ ফেব্রুয়ারি) ভোটের দিন মাহি সংবাদমাধ্যমকে জানান, তারও সংসদে যাওয়ার ইচ্ছা আছে। পাশাপাশি দলের জন্য কাজ করে যেতে চান তিনি।






মাহি বলেন, প্রতিটি কেন্দ্রে ঘুরছি। আমার নাচোল উপজেলা থেকে ঘুরে আসলাম। গোমস্তাপুর পুরোটা বাকি আছে। এটা নিয়ে তিন নম্বর কেন্দ্র। আরও কেন্দ্রে ঘুরব। ভোলাহাটে সকালবেলা গিয়েছিলাম। আবারও যাওয়ার পরিকল্পনা আছে। সামনে যাদেরকেই পাচ্ছি তাদের নৌকায় ভোট দেয়ার জন্য বলছি।






এই অভিনেত্রী চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের ভোটার। জাতীয় পরিচয়পত্রে কিছুটা জটিলতা থাকায় ভোট দিতে পারেননি। মঙ্গলবার (৩১ জানুয়ারি) রাতে জানতে পারেন ভোট দিতে পারবেন না তিনি।






নায়িকা বলেন, আমার কাছে মনে হয়েছে আমার এখানে প্রচারণায় থাকা জরুরি। এখন জাতীয় পরিচয়পত্র ঠিক করতে গেলে চার-পাঁচ দিন সময়ের প্রয়োজন। এই আসন নৌকার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, এ জন্য প্রচারণা বেশি জরুরি। তাই এখানে রয়ে গেছি আমি।






সামনে জাতীয় নির্বাচন ঘিরে পরিকল্পনা কী জানতে চাইলে মাহি বলেন, আমি কাজ করে যেতে চাই। আমাদের প্রধানমন্ত্রী বিবেচনা করবেন কাকে দেয়া যায়। তার সিদ্ধান্তই চূড়ান্ত।






ইচ্ছা যে নেই তা কিন্তু নয়। সবারই মনোবাসনা থাকে একবার সংসদে যাওয়ার। সেই ইচ্ছা অভিনেত্রীরও রয়েছে বলে জানালেন। বলেন, আমারও ইচ্ছা আছে সংসদে যাওয়ার। প্রতিবারই আমি এটা চাইব।






এর আগে গত ৩০ ডিসেম্বর চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে উপনির্বাচনে অংশ নেয়ার জন্য মনোনয়ন ফরম কিনেছিলেন মাহি। পরে দলের মনোনয়ন বোর্ডের সিদ্ধান্তে মনোনয়ন দেয়া হয় জিয়াউর রহমানকে।





