আন্তর্জাতিক বাজারে দামে বড় লাফ দিয়েছে স্বর্ণ। সোমবার (১৩ মার্চ) মূল্যবান ধাতুটির মূল্য ১ শতাংশেরও বেশি বেড়েছে। প্রতি আউন্সের দর ১৯০০ ডলারের দিকে এগিয়ে যাচ্ছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসির এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।






সম্প্রতি হঠাৎ বন্ধ হয়ে গেছে সিলিকন ভ্যালি ব্যাংক। এ নিয়ে ২০০৮ সালে আর্থিক সঙ্কটের পর যুক্তরাষ্ট্রের অন্যতম বড় কোনো ব্যাংকের পতন ঘটে। ফলে নিরাপদ আশ্রয় সম্পদে বিনিয়োগে আগ্রহী হয়ে উঠেছেন বিনিয়োগকারীরা।






এদিন আন্তর্জাতিক বেঞ্চমার্ক স্বর্ণের স্পট মূল্য বৃদ্ধি পেয়েছে শূন্য দশমিক ৮ শতাংশ। আউন্সপ্রতি দাম স্থির হয়েছে ১৮৮২ ডলার ৭০ সেন্টে। আগের কার্যদিবসে যা ছিল ১৮৯৩ ডলার ৯৬ সেন্ট। গত ৩ ফেব্রুয়ারির পর তা ছিল সর্বোচ্চ।






একই দিনে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক স্বর্ণের সরবরাহ মূল্য ঊর্ধ্বমুখী হয়েছে ১ শতাংশ। প্রতি আউন্সের দর নিষ্পত্তি হয়েছে ১৮৮৬ ডলার ৫০ সেন্টে।
সিটি ইনডেক্সের জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক ম্যাট সিম্পসন বলেন, স্বর্ণ আবার প্রাণ ফিরে পেয়েছে। আউন্সে দামি ধাতুটির দাম প্রায় ১৯০০ ডলারে উঠেছে।





