১০ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, বন্দরে সতর্ক সংকেত

দেশের ১০টি অঞ্চলে ঝ’ড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। পূর্বাভাস বলা হয়েছে, এ ঝড় ৮০ কিলোমিটার বেগে বয়ে যেতে পারে। তাই এসব অঞ্চ’লের নদী বন্দর’গু’লোকে দুই নম্বর হুঁ’শিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানিয়েছেন, ঢাকা, ময়মনসিংহ, নোয়াখালী, কুমিল্লা, সিলেট, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, বরিশাল এবং খুলনা অঞ্চলের

ওপর দিয়ে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টিসহ ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে দুই নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া পশ্চিমা লঘু’চাপ পশ্চিমব’ঙ্গ ও এর আশপাশের এলাকায় অব’স্থান করছে। মৌসুমের স্বাভা’বিক লঘু’চাপ দক্ষিণ বঙ্গো’পসাগরে অবস্থান করছে।

১৬ মার্চ, বৃহ’স্পতিবার সকাল পর্যন্ত ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃ’ষ্টি হতে পারে।

এছাড়া দেশের অন্যান্য জায়গায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। আব’হাওয়া শু’ষ্ক থাকতে পারে। আগা’মী তিনদিন এ আবহাওয়ায় সামান্য পরিবর্তন হতে পারে।