বাংলাদেশ পু’লি’শের জন্য বেনাপোল স্থল”বন্দর দিয়ে ভারত থেকে বুধবার (১৫ মার্চ) ১৫টি প্রশি’ক্ষণ’প্রাপ্ত ঘোড়া আমদানি করা হয়েছে। এর মধ্যে ১১টি রাই’ডিং ঘোড়া ও চার’টি প্রজনন ঘো’ড়া রয়েছে।






এ চালানে মোট ২০টি ঘোড়া আম’দানি করা হবে। বাকি পাঁচটি বৃহস্পতিবার ভারত থেকে বেনাপোল বন্দরে প্রবে’শ করবে। ঘোড়া”গুলোর আমদানিকারক প্রতি’ষ্ঠান হলো ইন্সপেক্টর জেনারেল অব বাংলাদেশ পু’লিশ।






বুধবার (১৫ মার্চ) রাত ৯টার দিকে ভা’র’তের পে’ট্রা’পোল বন্দর দিয়ে ঘোড়া’গুলো বেনাপোল বন্দরে প্র’বেশ করে। ঘোড়াগুলো বেনাপোল বন্দর থেকে
খালা’সের কাজ করছে মাধ্যম এন্টার’প্রাইজ নামের একটি সিঅ্যান্ডএফ এজেন্ট। এর রফ’তানি’কারক প্রতিষ্ঠান হলো ভার’তের কলকাতার বিধাতা সা’প্লা’ইয়ার।






ঘোড়া আসার বিষয়টি নি’শ্চিত করে সিঅ্যান্ডএফ এজেন্ট মাধ্যম এন্টার’প্রাইজে’র প্রতিনিধি এবং সি’অ্যা’ন্ডএফ স্টাফ অ্যা’সোসি’য়েশনের সাধারণ সম্পা’দক সাজে’দুর রহমান।
বলেন, ‘আ’মদানি করা ১৫টি ঘো’ড়া আমাদের প্রতি’ষ্ঠানের মাধ্যমে খালা’সের কাজ করা হচ্ছে। ঘো’ড়া’গুলো আম’দানি করে’ছেন বাংলা’দেশ পু’লি’শ।






ঘো’ড়া’গুলো খালাস করার পর বেনা’পোল বন্দর থেকে ঢাকার বসিলায় অস্থায়ী কো’য়া’রিন্টিন ক্যা’ম্পে নিয়ে যাওয়া হবে। সেখানে ২৮ দিন রাখা হবে। তারপর স্বা’স্থ্য পরীক্ষার পর রাজা’র’বাগ পু’শ লা’ইন্সে নেওয়া হবে।’






বেনাপোল স্থল’বন্দ’রের উপ-পরিচালক (ট্রাফিক) মনি’রুল ইসলাম জানান, ১৫টি ঘোড়া এক লাখ ৭০ হাজার ৯৭০ মার্কিন ডলারে আমদানি করা হয়েছে। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় এক কোটি ৮৫ লাখ টাকা।






তিনি আরও জানান, পু’লি’শের জন্য আম’দানি করা ঘো’ড়াগুলো দ্রুত খা’লাসের জন্য সংশ্লিষ্ট’দের নির্দেশনা দেওয়া হয়েছে। বেনাপোল পোর্ট থা’না’ পু’লি’শ ঘো’ড়া’গুলো র’ক্ষণা’বেক্ষ’ণের তদা’রকি করছেন।






বেনা’পোল পোর্ট থা”নার ওসি কা’মাল হোসেন ভূঁই’য়া বলেন, আমদানি করা ১৫টি ঘো’ড়া খালাসের জন্য কা’স্ট’মস ও ব’ন্দর সব ধরনের সহযো’গিতা করছে।





