তোরা ভাত খাইতে পাস না, আবার দামি মোবাইল পাইলি কেমনে?’ নারায়ণগঞ্জ সিটি করপোরেশন মেয়র সেলিনা হায়াৎ আইভীর এ মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ভাইরাল।






মঙ্গলবার (১৪ মার্চ) বেতন-ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবি আদায়ে নাসিকের পরিচ্ছন্নতাকর্মীরা আন্দোলন শুরু করলে তিনি এ মন্তব্য করেন।
এর আগে, বেলা ১১টা থেকে প্রায় ৫ শতাধিক পরিচ্ছন্নতাকর্মী নগর ভবন ঘেরাও করে। তারা বাড়িঘরের ময়লা-আবর্জনা নগর ভবনের বাইরের উঠানে ফেলে রাখেন। এছাড়া নগর ভবনে রাখা নাসিকের কর্মকর্তাদের গাড়িতেও ময়লা নিক্ষেপ করেন বিক্ষুব্ধরা।






ঘটনার এক পর্যায়ে পরিচ্ছন্নতা কর্মীরা নগর ভবনের উঠানে ও গাড়িতে ময়লা ফেলে বিক্ষোভ করায় উত্তেজিত হয়ে মেয়র আইভী নগর ভবন থেকে বের হয়ে আসেন এবং আন্দোলনরত পরিচ্ছন্নতাকর্মীদের ওপর ক্ষোভ ঝাড়েন।






এসময় উপস্থিত বিক্ষোভকারীরাসহ গণমাধ্যমকর্মীরা তা ভিডিও করতে থাকেন। এতে মেয়র আইভী আন্দোলনরত পরিচ্ছন্নতাকর্মীদের চাকরিচ্যুত করার হুমকি দিয়ে বলেন, তোরা ভাত খাইতে পাস না, আবার দামি মোবাইল পাইলি কেমনে?
তোমরা অস্থায়ী, বাংলাদেশ সরকার তোমাদের চাকরি স্থায়ী করে নাই। আমার মন চাইলে তোমাদের রাখতে পারি, মন না চাইলে রাখমু না। তোমাদের এখানে ময়লা ফেলার দুঃসাহস কে দিল?






এ সময় স্থানীয় গণমাধ্যম কর্মী তৌকির রাসেল মোবাইলে ভিডিও ধারণ করার সময় মেয়র আইভী তাকেও তুই-তোকারি করেন। রাসেল পরিচয় দিয়ে বলেন, আমি সাংবাদিক।






এদিকে, এমন পরিস্থিতিতে নগর ভবনে পরিচ্ছন্নকর্মীদের সঙ্গে দেখা করে কথা বলার সময় গণমাধ্যমকর্মীরা ছবি তুলতে গেলে সেখানেও ক্ষুব্ধ হয়ে যান মেয়র আইভী। সাংবাদিকদের তিনি প্রশ্ন করেন, এখানে এমন কী হয়েছে যে আসতে হবে?
পরে পরিচ্ছন্নকর্মীদের সঙ্গে কথা বলতে গেলে তিনি উত্তেজিত হয়ে আন্দোলনকারীদের ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি শিমুল দাস ও সাধারণ সম্পাদক কিশোর লালকে চাকরি থেকে বহিষ্কারের হুমকি দেন।





