আমরা আরাভ খানকে খুঁজে বের করতে সহযোগিতা করেছি: হিরো আলম

দেশের আলোচিত ইউটিউবার আশরাফুল আলম ওরফে হিরো আলম মনে করেন খু’নের মা’মলা’র পলা”তক আ’সামি রবিউল ইসলাম ওরফে আরাভ খানকে গ্রে”প্তার করতে না পারা পু’লি’শের ব্যর্থতা।

তিনি বলছেন, ‘খুর মা’মলায় অভিযুক্ত একজন আ’সা’মিকে এত দিন খুঁজে না পাওয়া বা গ্রে”প্তার করতে না পা’রার ব্যর্থতা ‘পু’লি’শের। আমরা তাঁকে

খুঁজে বের করতে পু’লি’শকে সহযো’গিতা করেছি। আমরা ফেসবুকে পোস্ট না দিলে, দুবাই না গেলে আ’রাভ খা’নের আসল পরিচয় কেউ জানত না।’

তদন্তের প্রয়োজনে ক্রি’কেটার সাকিব আল হাসান ও হিরো আ’ল’মকে জি’জ্ঞা’সা’বাদ করা হতে পারে, গো’য়ে’ন্দা পু’লি’শের এমন বক্ত’ব্যের বিষয়ে জানতে চা’ইলে শনিবার (১৮ মার্চ) একটি সংবাদ’মাধ্য’মকে হিরো আ’লম জানান,

‘আইনের প্রতি আমি শ্র’দ্ধা’শীল। যে’কোনো মা’ম’লা তদ’ন্তের প্র’য়ো’জনে অ’পরা’ধে’র সঙ্গে সং’শ্লিষ্ট বা সন্দে’হভা’জন কো’নো ব্যক্তিকে পু’লি’শ জি’জ্ঞা’সাবা’দ করতেই পারে।

কিন্তু পু’লিশ খুর সঙ্গে সাকিব আল হাসা’নের মতো জনপ্রিয় ক্রিকেটার ও আ’মার সংশ্লিষ্টতা কোথায়, সেটা আগে পু’লি”শকে বলতে হবে।’

আরাভ খান পু’লি’শ কর্ম’কর্তা খুর মা’ম’লার আ”সামি এই তথ্য আগে থে’কে জান’তেন না দাবি করে হিরো আলম বলেন, ‘তাঁর (আরাভ খান) সঙ্গে পরি’চয় ফেসবুকে। একজন বাং’লা’দেশি উ’দ্যো’ক্তা হিসেবে তিনি দাও’য়াত করেছেন।

আমরা প্র’বাসী উদ্যো’ক্তা’দের উৎসাহ দিতে তার’কা’রা সেখানে গিয়ে’ছি। আরাভ খা’নের জায়’গায় দুবা’ই থেকে যেকো”নো বাংলাদেশি ব্যবসায়ী দোকা’ন উ’দ্বো’ধন অনু’ষ্ঠা’নে আ’ম’ন্ত্রণ জানালেও সেখানে যেতাম।’

আরাভ খান না’মে দু’বা’ইয়ের এই স্বর্ণ ব্যব’সায়ী মূলত বাং’লা’দেশে পু’লি’শ পরি’দর্শক’ হ”ত্যা মা”লার আ’সামি রবি’উল ইসলা’ম। তাঁকে দেশে ফি’রিয়ে আন’তে ই’ন্টার’পোলের স’হায়তা চেয়েছে

পু’লি’শ আ’রাভ খান নামে দুবা’ইয়ে’র এই স্বর্ণ ব্যব’সা’য়ী মূলত বাং’লাদেশে ‘লি’শ পরি’দর্শ’ক হ”ত্যা মা’মলা’র আ’সা’মি রবি’উল ই’স’লাম। তাঁকে দেশে ফি’রিয়ে আন’তে ইন্টা’র’পোলের সহা’য়তা চে’য়েছে পুলি’শ।

হিরো আলম মন্তব্য করেন, ‘রবিউল ই’স’লাম সংযুক্ত আরব আমিরাতের দুবা’ইয়ে এসে স্বর্ণে’র দো’কান খু”লে ব্যব’সা করছেন। এটা এত দিন অজানা ছিল। অজা’নাই হয়তো থাকত।

কিন্তু সাকিব আল হাসান ও হিরো আলম তাঁর স্ব’র্ণের দোকান উ’দ্বো’ধন করতে এসে’ছেন বলেই আরাভ খান সাম’নে চলে এসেছেন। আমাদের কা’রণেই তাঁর আ’সল পরি’চয় উন্মো’চিত হয়েছে।

পলাতক আ’সা’মির সন্ধান পেতে সহযোগিতা করায় সাকিব আল হাসান ও হিরো আল’ম’কে পু’লি’শের পক্ষ থেকে পুর’স্কৃত করা উচিত। উল্টো পুলি”শ জি’জ্ঞা’সা’বাদের নামে আমা’দের হয়রানি করার ফন্দি করছে।’

তারা’কা’দের সঙ্গে গিয়েছেন হিরো আল’মও। প্রথম’বারের মতো দু’বাই’য়ে গিয়ে বুর্জ খ’লিফার সামনে ছবি তোলেন এই তারকা ডিবি বলছে, পু’লি’শ কর্মক’র্তা মামুন এম’রান খা”ন হ”ত্যা মাম’লার আ’সা’মি রবিউল ই’স’লাম দেশ থেকে পালি’য়ে প্রথমে ভারত যান। সেখানে আরাভ খান নামে পাসপোর্ট

সংগ্রহ করে দুবাই চলে যান। এখন তিনি দুবা’ইয়ের বড় স্বর্ণ ব্যবসায়ী। র’বিউল’কে ই’ন্টারপো’লের সহা’য়তায় দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে জানি”য়ে ডি”বির প্র’ধান হারুন অর রশী’দ বলেন, রবিউ’লের নামে ১২টি মা”ম’লায় গ্রে”প্তা”রি পরোয়ানা থাকার তথ্য পাওয়া গেছে।