ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহিকে এভাবে হু’ড়ো’হুড়ি করে অ্যারেস্ট করে নিয়ে যাও’য়াটা ব্যক্তি’গত’ভাবে সমী’চীন মনে করেননি বলে জানি’য়েছেন চল’চ্চিত্র পরিচালক স’মিতির সভাপতি ও দেশের গু’ণী পরি’চালক কাজী হায়াৎ।






সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘মাহি এক’জন শি’ল্পী। সে যদি আ’ইন অমা’ন্য করেও থাকে, তার জন্য এ’কটু মা’র্সি থাকা উচিত ছিল। তাকে অ’ন্তত কোর্টে হাজি’রা দেওয়ার সু’যোগ দেওয়া উ’চিত ছিল।






এভাবে এয়া’র’পোর্ট থেকে একে’বা’রে ব’ন্দী করে নিয়ে যাও’য়াটা মোটেও ঠিক হয়নি। সে প্রে’গ’ন্যা’ন্ট—এই মানবিক দিকটাও অ’ন্তত বিবেচনা করা উচিত ছিল।’






ক্ষু’ব্ধ কাজী হায়াৎ আরও বললেন, ‘এয়া’রপো’র্ট থে’কেই মাহি’কে অ্যা’রে’স্ট করে নিয়ে যেতে হবে, এই ‘ধর’নের কো’নো পরি’স্থি’তি কিন্তু তৈরি হ’য়নি। সে তো পালিয়ে যাচ্ছে না।
সে তো তার দে’শেই আসছে নাকি। তার স’ঙ্গে পরে কথা বলতে পারে, “ম্যা’ডাম, আ’পনার বি’রু’দ্ধে একটা মা’ম’লা হয়েছে। আপনি যদি না যান, তাহলে অ্যা”রেস্ট করব।






আপনি চলেন, আমা’দের সঙ্গে আ’দা’লতে কিংবা পু’লি’শের কাছে।” এভাবে তাঁকে হু’ড়ো’হুড়ি করে অ্যা’রেস্ট করে নিয়ে যাওয়াটা আমি ব্য’ক্তিগত’ভাবে সমী’চীন মনে ক’রিনি। মানবিক দিক থেকেও সঠিক হয়নি।’






কথায়–কথায় কাজী হায়াৎ ডি’জিটাল সিকিউ’রিটি আইন নিয়েও কথা বললেন। তিনি বললেন, ‘আমার মতে, সংবি’ধানের ৩৯–এর (ক) ধারায় ব্যক্তিগত মত’প্রকা’শের অধি’কার দেওয়া হয়েছে। বাক্’স্বা’ধীনতা দেওয়া হয়েছে।






সেই ৩৯ ধারা অনু’যায়ী সব আইন হতে হবে। সেই ৩৯ ধারা অমান্য করে কোনো আইন আ’মার কাছে কখ’নোই গ্র’হণ’যোগ্য নয়। এখন যাঁরা বিশেষজ্ঞ, সং”বিধা’নবি’শেষজ্ঞ—তাঁরা এগুলো বিবেচনা করবেন যে ৩৯–এর ধারা অনু’যায়ী এই আইন হয়েছে কি না।’






২০২১ সালের সে’প্টে’ম্বরে গাজী’পুরের ব্যবসা’য়ী ও রা’জনী’তিক রকিব সরকা’রকে বিয়ে করেন মা’হিয়া মাহি। এরপর ক্র’মশ সিনেমা থেকে দূরে সরে গে’ছেন তিনি।
কি’ছুদিন আগে সক্রি’য়’ভাবে নেমেছেন রাজনীতির মাঠে। এমন’কি এমপি নি’র্বাচনে আও’য়ামী লীগের প্রার্থী হতে দৌ’ঝাঁপ করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত মনো’নয়ন পাননি।






সম্প্রতি তিনি ওম’রা করতে স্বামীর সঙ্গে সৌ’দি আরব গিয়ে’ছিলেন। সেখা’ন থেকেই শুক্রবার (১৭ মার্চ) ভোরে ফে’সবুক লাইভে এসে অভিযোগ তোলেন, গা’জী’পুরে অব’স্থিত তা’দের গা’ড়ির শো-রুমে হাম”লা-ভাঙ’চুর চা’লা’নো হয়েছে।
ওই ঘট’নায় স্থা’নীয় পু’লি’শের বিরুদ্ধে ‘ঘুষ’ নেওয়ার অ’ভিযো’গও তোলেন তারা। এদিন রা’তেই মাহি-রকি’বের বি’রু’দ্ধে মা’ম’লা দায়ের করে গাজীপুর মে’ট্রো’প’লিটন পু’লিশ।






সেই সূত্রে আজ শনি’বার সকাল ১১টায় দেশে ফেরা মাত্রই মা’হিকে গ্রে’ফ’তার করা হয়। পরে ৬ ঘন্টা কা’রাভো’গের পর মুক্ত হন এই চিত্রনা’য়িকা।
শনিবার রাত ৭ টা ৫০ মিনি’টে গাজী’পুর জেলা কা’রাগা’র থেকে বের গাড়ি’য়ে উঠতে দেখা যায় তাকে। এ সময় শু’ভাকা’ঙ্ক্ষী”রা নায়ি’কার মাথা’য় ফুল ছিটিয়ে অ’ভ্য’র্থনা জানান।





